Andaman Nicobar | আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে জারি NOTAM! ফাঁকা করে দেওয়া হচ্ছে আন্দামানের আকাশ!
Saturday, May 17 2025, 6:51 am
Key Highlightsআগামী ২৩ ও ২৪ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। অর্থাৎ ওই দু দিন আন্দামানের আকাশে কোনও বিমান উড়বে না।
ভারত পাকিস্তান সংঘর্ষের বিরতির পর আচমকাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য জারি হল নোটাম (NOTAM)। জানা গিয়েছে, আগামী ২৩ ও ২৪ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য নোটাম জারি করা হয়েছে। অর্থাৎ ওই দু দিন আন্দামানের আকাশে কোনও বিমান উড়বে না। তবে কি কারণে NOTAM জারি করা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও সূত্রের খবর, কোনও মিসাইল পরীক্ষা করা হবে বলেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। উল্লেখ্য, NOTAM হল একটি আইনি বিজ্ঞপ্তি, যার অর্থ নির্দিষ্ট সময়ে বা দিনে বিমানগুলিকে সংশ্লিষ্ট এলাকা থেকে দূরে থাকতে হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- বিমান
- শক্তিশালী মিসাইল

