R G Kar Case | 'বিরল থেকে বিরলতম ঘটনা নয়'! সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়ে বক্তব্য বিচারকের! ১৭ লক্ষ ক্ষতিপূরণ দেবে রাজ্য
Monday, January 20 2025, 10:16 am
Key Highlights
বিচারক অনির্বাণ দাস রায় দিয়ে জানান,ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে।
আমৃত্যু কারাদণ্ডে থাকবে সঞ্জয়! বিচারক অনির্বাণ দাস রায় দিয়ে জানান,ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে। বিরল থেকে বিরলতম নয়। আমৃত্যু কারাদণ্ডের সাজার পাশাপাশি সঞ্জয়কে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশও দেয় আদালত। রাজ্য নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে, এই নির্দেশও দিয়েছে আদালত। তবে নির্যাতিতার অভিভাবকরা জানান, তারা ক্ষতিপূরণ চান না। এর প্রত্তুতরে বিচারক বলেন, ‘এই মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে করা যায় তা আমি মনে করি না।’