Dengue | বদলাচ্ছে ডেঙ্গুর উপসর্গ! কেবল জ্বর-মাথার যন্ত্রণাই নয়, ডেঙ্গুর থাবা বসছে কিডনি, ফুসফুস ও মস্তিষ্কেও

Friday, July 26 2024, 7:33 am
highlightKey Highlights

সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়তই উন্নত হচ্ছে রোগভোগও। এমনকি বদলে যাচ্ছে ডেঙ্গুর চিরাচরিত ‘সিম্পটম’ও


সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়তই উন্নত হচ্ছে রোগভোগও। এমনকি বদলে যাচ্ছে ডেঙ্গুর চিরাচরিত ‘সিম্পটম’ও। তারই ফলশ্রুতি হিসাবে পালটে যাচ্ছে ডেঙ্গু চিকিৎসার ধরনধারণ। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হলে কারও মামুলি জ্বর-গা-মাথার যন্ত্রণা হচ্ছে, তো আবার কারও দ্রুত কিডনি, ফুসফুস ও মস্তিষ্কে থাবা বসাচ্ছে ডেঙ্গুর ভাইরাস। এমন অবস্থায় কী করণীয় তার নির্দেশিকা প্রকাশ করে চিকিৎসকদের সতর্ক করল স্বাস্থ্যভবন। প্রায় ৭৬ পাতার গাইডলাইনে ছত্রে ছত্রে বিশ্লেষণ করা হয়েছে ডেঙ্গুর বিভিন্ন উপসর্গের কথা।উল্লেখ্য, এখনও পর্যন্ত চলতি বছরে সংক্রমণ ১,৬০০-র বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File