কোভিড 19-এর পর এবার বার্ড ফ্লু নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা , উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Thursday, April 22 2021, 6:55 am
Key Highlights
প্রবাদে আছে, এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। একদিকে গোটা বিশ্বজুড়ে নোভেল করোনা ভাইরাস নিয়ে সবাই হিমশিম খাচ্ছে, অন্যদিকে ঘারের ওপর নিঃশ্বাস ফেলছে 'বার্ড ফ্লু'। চলতি বছরের প্রথমের দিকে রাশিয়ার একটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ৮ লক্ষ মুরগিকে মেরে ফেলা হয়। তবে এবার শুধু মুরগি নয়, বার্ড ফ্লু মানুষের জন্যও যথেষ্ট চিন্তার বিষয়। রাশিয়ার একটি গবেষণায় জানা গেছে স্ট্রেনটি হল Avian Flu-র H5N8; যার জন্য ইউরোপে লক্ষ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে।
- Related topics -
- স্বাস্থ্য
- করোনা ভাইরাস
- বার্ড ফ্লু