খেলাধুলা

Durand Cup Final | ডুরান্ড ফাইনালে নর্থইস্টের কাছে ৬:১ গোলে হেরে স্বপ্নের দৌড় থামল ডায়মন্ড হারবার এফসি’র

Durand Cup Final | ডুরান্ড ফাইনালে নর্থইস্টের কাছে ৬:১ গোলে হেরে স্বপ্নের দৌড় থামল ডায়মন্ড হারবার এফসি’র
Key Highlights

ডায়মন্ড হারবারকে তাদের ঘরের মাঠে হারিয়ে ডুরান্ড নিজেদের ঘরেই রাখল নর্থইস্ট ইউনাইটেড এফসি।

ডুরান্ড গ্যালারি বাজিমাত করলো জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। এদিন যুবভারতীতে নর্থইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহামের উপস্থিতিতে ডায়মন্ড হারবারকে ৬:১ গোলে হারিয়ে পরপর দু’বার ডুরান্ড চ্যাম্পিয়ন হল ‘হাইল্যান্ডার্স’রা। এদিন নর্থ ইস্টের হয়ে গোলগুলি করেন আশির আখতারে, পার্থিব গোগোই, থই সিং, জাইরো বুস্তারা, রদ্রিগেজ, আলাদিন আজারাইরা। ৬৮ মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডায়মন্ড হারবারের হয়ে এক গোল করলেন লুকা মায়েসেন। ডায়মন্ড হারবারকে তাদের ঘরের মাঠে হারিয়ে দ্বিতীয়বার ডুরান্ড নিজেদের ঘরেই রাখল নর্থইস্ট ইউনাইটেড এফসি।