North Bengal | উত্তরবঙ্গে জলে ফুঁসছে তিস্তা-তোর্সা-রায়ডাক, মিরিকে মৃত্যু হয়েছে ৯ জনের, সুখিয়ায় মৃত ৪

Sunday, October 5 2025, 6:14 am
highlightKey Highlights

মিরিকে একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসছে। বানভাসি গয়েরকাটা, নাগরাকাটার মতো বিস্তীর্ণ এলাকা।


শনিবার রাতে বৃষ্টির তোড়ে দুধিয়া সেতুর একাংশ ভেঙে যাওয়ায় শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ ছিন্ন হয়েছে। প্রবল বৃষ্টিতে তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা নদীগুলিতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ধস নেমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ডুয়ার্সের নাগরাকাটা জ়োন, মালবাজার জ়োন, মিরিক এবং এনএইচ ১০। শেষ পাওয়া খবর (সকাল ১০টা বেজে ১০ মিনিট) অনুযায়ী, মিরিকে মৃত্যু হয়েছে ৯ জনের, সুখিয়ায় মৃত্যু হয়েছে ৪ জনের। মিরিক থেকে ইতিমধ্যেই সাত জনের দেহ উদ্ধার হয়েছে। দুর্যোগের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়কও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File