North Bengal | উন্নত হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি, দুর্যোগের মেঘ কেটে দেখা গেলো রোদ! খুললো NH10!

আজ, সোমবার সকালে দেখা গেলো রোদ ঝলমলে উত্তরবঙ্গ। জানা গিয়েছে, যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই দুর্বল হয়েছে।
শনি রবিবার টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভেসে গিয়েছে একের পর এক জেলা। ভেঙে গিয়েছে গুরুত্বপূর্ণ সেতুগুলি। একাধিক জায়গায় নেমেছে ধস। মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৮ এ। এই অবস্থায় আজ, সোমবার সকালে দেখা গেলো রোদ ঝলমলে উত্তরবঙ্গ। জানা গিয়েছে, যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই দুর্বল হয়েছে। বলা বাহুল্য, গতকাল রাতেই খুলে গিয়েছে NH10। দার্জিলিং কালিম্পং যাওয়ার রাস্তা, হিলকার্ট রোড, পাঙ্খাবাড়ি রোডও খোলা হয়েছে। এদিকে আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।