North Bengal | লাগাতার বৃষ্টি-ধসে বিচ্ছিন্ন সিকিম-শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা! ব্যবহার করা হচ্ছে বিকল্প রাস্তা!
Wednesday, August 13 2025, 10:51 am

লাগাতার বৃষ্টি ও ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা।
ফের বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। লাগাতার বৃষ্টি ও ধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা। এদিকে বুধবার সকালে নয়া জাতীয় সড়ক ৭১৭(এ)র একটি সেতু বেহাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা হিসেবে বর্তমানে ভারী যানবাহনের জন্য গরুবাথান লাভা-আলগাড়া পেডং পথকে ব্যবহার করা হচ্ছে। ছোট গাড়ির ক্ষেত্রে দার্জিলিং থেকে যামুনি হয়ে গরুবাথান এবং ঘুম থেকে পেশক রোড হয়ে তিস্তা বাজারের পথ ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন দপ্তর রাস্তা মেরামতির কাজ শুরু করেছে।