দেগঙ্গায় ১০ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠল ১৭ বছরের কিশোরের বিরুদ্ধে
Thursday, April 1 2021, 12:24 pm
Key Highlightsনাবালকের হাতে শিশুমৃত্যুর অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গা ব্লকের দেগঙ্গা ব্লকের বাজিতনগর গ্ৰামে। মৃতের নাম শেখ মোবাসসির হাসান (১০)। অভিযোগের তির সুমন মন্ডল নামে এক নাবালকের দিকে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, বুধবার রাতে অভিযুক্ত চপ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। এরপরেই শিশুটিকে সে খুন করে, বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পুরো ঘটনাটিতে ওই কিশোরকে সাহায্য করেছেন তার মা। এমনকী তারা মৃতদেহ বাথরুমে লুকিয়ে রাখে, বলেও দাবি করেছে উত্তর ২৪ পরগনার ওই গ্রামের বাসিন্দারা।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- খুন
- শিশুমৃত্যু

