Barasat | ঝড়ের দাপটে পর্যদুস্ত উত্তর ২৪ পরগনা, বারাসাতে গাছের ডাল ভেঙে মৃত ১

Thursday, May 1 2025, 4:55 pm
highlightKey Highlights

বৃহস্পতিবার কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভয়াবহ ঝড়ের দাপট লক্ষ্য করা গিয়েছে। প্রাণ গিয়েছে একজনের।


বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ঝোড়ো হাওয়া। তার সাথেই চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বারাসাতে ঝড়ের দাপটে প্রাণ গিয়েছে ১ জনের। স্থানীয় সূত্রে খবর, বারাসত হাটখোলা ইন্দিরা কলোনি এলাকায় একটি বড়ো বটগাছ ছিল। ঝড়ে গাছের একটি ডাল ভেঙে পড়ে গাছের নিচ থেকে হেঁটে যাওয়া এক যুবকের মাথায়। তড়িঘড়ি যুবককে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন সন্ধ্যে ৭:৩০ নাগাদ মধ্যমগ্রামের রেললাইনে গাছ পড়ে ঘন্টাদুয়েক বন্ধ ছিল ট্রেন চলাচল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File