Space Explore । মাত্র ২০৮ টাকা রেজিস্ট্রেশন খরচ করে এবার মহাকাশে যেতে পারবেন আপনিও!
জেফ বেজোসের নেতৃত্বাধীন ব্লু অরিজিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ এজেন্সি।
এবার সাধারণ মানুষও যেতে পারবে মহাকাশে। জেফ বেজোসের নেতৃত্বাধীন ব্লু অরিজিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড রিসার্চ এজেন্সি। আর এই ব্লু অরিজিনের তৈরি মহাকাশযান ‘নিউ শেপার্ড’-এ চেপেই পাড়ি দেওয়া যাবে মহাকাশে। যে সমস্ত দেশ খুব কম নভোশ্চর পাঠিয়েছে, সেখানকার নাগরিকদের মহাকাশে পাঠানোর সুযোগ দিতে চলেছে এই সংস্থা। জানা গিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ সীমানা কারমান লাইনের বাইরে ১১ মিনিট থাকার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন নাগরিকরা। আর এর জন্য রেজিস্ট্রেশন খরচ মাত্র ২০৮ টাকা।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মহাকাশ
- মহাকাশযান
- মহাকাশচারী