Banking Law Amendment Bill । নতুন অ্যাকাউন্ট খুলছেন? নমিনিতে নাম দিতে হবে ৪ জনের, নয়া আইন পাশ লোকসভায়
মঙ্গলবার লোকসভায় ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এতদিন অবধি ব্যাংকের অ্যাকাউন্ট এবং লকারের ক্ষেত্রে একজন করে নমিনি রাখতে পারতেন অ্যাকাউন্টহোল্ডাররা। সেই সংখ্যা ১ জন থেকে ৪ জন করা হলো।
মঙ্গলবার লোকসভায় ব্যাঙ্কিং ল অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিনই সর্ব্বসম্মতিক্রমে পাশ হয়েছে বিলটি। মোট ৫টি সংশোধন করা হয়েছে বিলটিতে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাঙ্কের নমিনি নির্ধারণের নিয়ম বদল। এতদিন অবধি ব্যাংকের অ্যাকাউন্ট এবং লকারের ক্ষেত্রে একজন করে নমিনি রাখতে পারতেন অ্যাকাউন্টহোল্ডাররা। সেই সংখ্যা ১ জন থেকে ৪ জন করা হলো। অ্যাকাউন্টহোল্ডার মারা গেলে কোন নমিনি সঞ্চিত অর্থের কতখানি পাবেন তাও আগে থেকে ঠিক করে রাখা যাবে।