Nobel Peace Prize | ট্রাম্প নন, শান্তিতে নোবেল পেলেন ‘ভেনেজুয়েলার লৌহমানবী’ মারিয়া করিনা মাচাদোই!
Friday, October 10 2025, 2:37 pm
Key Highlightsনোবেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী 'মারিয়া করিনা মাচাদোই' এবারের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।
নোবেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী 'মারিয়া করিনা মাচাদোই' এবারের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। ভেনেজুয়েলার মানুষদের কাছে মারিয়া ‘ভেনেজুয়েলার লৌহমানবী’। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনে ভোটে প্রবল কারচুপি করে ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। তারপর থেকেই আত্মগোপন করে রয়েছেন দেশের প্রধান বিরোধী নেত্রী। উল্লেখ্য, ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের মধ্যে মারিয়ার নাম নির্বাচিত হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই পুরস্কারের পাওয়ার দাবি করলেও আশায় জল ঢেলে দিলো নোবেল কতৃপক্ষ।
- Related topics -
- আন্তর্জাতিক
- নোবেল পুরস্কার
- নোবেল শান্তি পুরস্কার

