Kolkata Metro । মার্চেই চালু হবে নোয়াপাড়া টু বিমানবন্দর মেট্রো, শেষ হলো সফল ট্রায়াল রান
Sunday, December 15 2024, 5:40 am
Key Highlights
কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জোড়ার সময়ের অপেক্ষা! সোমবার অগ্নিপরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক। মার্চ থেকে চালু হবে নোয়াপাড়া টু বিমানবন্দর রুটে মেট্রো চলাচল। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে চলবে এই মেট্রো। সেই সূত্রেই এই রুটে শনিবার বিকেলের দিকে মেট্রোর এমআর ৪০৭ কোচ ট্রায়াল রান চলল। নির্বিঘ্নে দমদম ক্যান্টনমেন্টে পৌঁছলো রেকটি। এদিন উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য আধিকারিকরা।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- কলকাতা মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো কর্তৃপক্ষ
- নোয়াপাড়া
- বিমানবন্দর
- কলকাতা এয়ারপোর্ট
- দমদম এয়ারপোর্ট