Atin Ghosh | অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা, তিলোত্তমার বাবা জানালেন “অনেক দিন ধরেই আমাদের স্ক্যানারে ছিলেন।"
Friday, August 29 2025, 3:19 pm

তিলোত্তমার বাবা বললেন, “অনেক দিন ধরেই আমাদের স্ক্যানারে ছিল। অতীন ঘোষের নামটা। আজকে হঠাৎ করে এসেছে। একটু ভাল লাগছে।”
আরজি করের দুর্নীতি মামলার তদন্তে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় আধিকারিকরা তল্লাশি চালানো হয়। মেয়র জানিয়েছেন, "আমার বাড়িতে সিবিআই এসেছে বলে আমার কোনও ক্ষেদ নেই।" এরপরই তিলোত্তমার বাবা বললেন, “যখন আমরা টালা থানায় ছিলাম, ৯ তারিখ যে ঘটনাগুলো ঘটেছে, তার নেতৃত্বে সম্ভবত উনিই ছিলেন। উনি রোগী কল্যাণ সমিতির সদস্য। ওনার নামটা কিছুতেই সামনে আসছিল না। ১৪ তারিখ যে ঘটনা ঘটেছে, সেটাও হয়তো ওনার নেতৃত্বে হয়েছে আর যাদের যাদের নামে চার্জশিট জমা পড়েছে, তাদের নেতৃত্বেও হয়েছে।”