Aravalli | আরাবল্লীতে আর নতুন করে খননের ইজারা দেওয়া যাবে না, নির্দেশ কেন্দ্রের!

Thursday, December 25 2025, 5:26 am
highlightKey Highlights

লাগাতার বিক্ষোভের জের, আরাবল্লীতে আর নতুন করে খননের ইজারা দেওয়া যাবে না বলে নির্দেশ দিলো কেন্দ্র।


লাগাতার বিক্ষোভের জের, আরাবল্লীতে আর নতুন করে খননের ইজারা দেওয়া যাবে না বলে নির্দেশ দিলো কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে আরাবল্লীতে নতুন করে খননের ইজারা প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনকে আরাবল্লী সংলগ্ন এমন এলাকা চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছে, যেখানে খননকাজ নিষিদ্ধ করা উচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File