পরিষেবাবাড়লো মেট্রোর সংখ্যা, রবিবার থেকে ই-পাস ছাড়াই থাকছে যাতায়াতের ব্যবস্থা।
মেট্রোয় সংখ্যা বাড়ছে ফলে ট্রেন বেড়ে হয়েছে ২১৬টি। এখন থেকে সাত মিনিট অন্তর মিলবে পরিষেবা। আরও একটি নতুন সংযোজন, আগামী রবিবার থেকে ই-পাস ছাড়াই মেট্রোয় পুরুষ যাত্রীরাও যাতায়াত করতে পারবে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরিষেবা আগের মতোই চালু থাকবে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বয়স্ক, মহিলা এবং ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরেরা সারাদিন ই-পাস ছাড়াই যাতায়াত করতে পারবেন। পুরুষ যাত্রীদের ক্ষেত্রে সকালে ৭টা থেকে সাড়ে ৮টা এবং রাতে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মেট্রোয় যাতায়াতে ই-পাসের বিধি-নিষেধ থাকছে না। অর্থাৎ, সকাল এবং সন্ধ্যা মিলিয়ে আপাতত তিন ঘণ্টা সময় সব ধরনের যাত্রীদের জন্য মেট্রোর ই-পাস ব্যবহারে ছাড় থাকছে।