KMC | বিনোদন কর বাবদ মিলছে না কোনো টাকা, সিএবিকে কড়া চিঠি পাঠালো কলকাতা পুরসভা

সিএবি বাকি রেখেছে প্রায় আট কোটি টাকা! আর তা পেতে এবার কলকাতা পুরসভা কড়া চিঠি দিয়েছে।
কলকাতা পুরসভার সাথে বিবাদ বেঁধেছে সিএবির। অভিযোগ, পুরসভাকে বিনোদন করের বকেয়া টাকা দেয়নি সিএবি। আসলে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিট বিক্রি করে সিএবি। টিকিট বিক্রির টাকা বাবদ যা আয় হয় তার ওপর নির্দিষ্ট হারে বিনোদন কর নেয় কলকাতা পুরসভা। পুরসভার অভিযোগ, টানা প্রায় ১৮ বছর বিনোদন কর বাবদ কোনও টাকা দিচ্ছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তিনদিন আগে সিএবিকে চিঠি দেয় কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। তারপর দুপক্ষের মিটিং হলেও কোনো সুরাহা হয়নি।