SIR | নেই পরিচয়পত্র! SIR-এর ফর্ম বিলি করতে গিয়ে বাধা পেলেন BLO!

Tuesday, November 4 2025, 9:32 am
highlightKey Highlights

৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হলো SIR এর মূল পর্বের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দিয়ে আসছেন BLOরা।


৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হলো SIR এর মূল পর্বের কাজ। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দিয়ে আসছেন BLOরা। কিন্তু মঙ্গলবার ফর্ম বিলি করতে গিয়ে বাধার মুখে পড়লেন হাওড়ার এক BLO। ঘটনাটি ঘটেছে হাওড়া বিধানসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। সেখানে বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস BLO হিসেবে ফর্ম বিলি করতে যান। বেশ কিছু বাড়িতে ফর্ম বিলি করার পরে কয়েকজন ব্যক্তি তাঁর কাছে নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখতে চাইলে অনুপমা জানান, এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেকটরের অফিস থেকে তাঁদের কোনও পরিচয় পত্র দেওয়া হয়নি। এরপরই স্থানীয়দের সঙ্গে তাঁর বচসা শুরু হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File