শহর কলকাতা

R G Kar Case | গণধর্ষিত হননি আরজিকর কাণ্ডের নির্যাতিতা! আদালত জানালো মেলেনি ‘মাল্টিপল পেনিট্রেশনে’র প্রমাণ

R G Kar Case | গণধর্ষিত হননি আরজিকর কাণ্ডের নির্যাতিতা! আদালত জানালো মেলেনি ‘মাল্টিপল পেনিট্রেশনে’র প্রমাণ
Key Highlights

যখন নির্যাতিতার শরীরে বস্তুটি প্রবেশ করানো হয়, তখন তিনি জীবিত ছিলেন।

আরজিকরে তরুণী চিকিৎসক গণধর্ষিত হননি! আদালত জানিয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গের হাইমেন দু’ভাবে ছিঁড়ে যায়। সেই বস্তুটি কোনও পুরুষের যৌনাঙ্গ বা কোনও শক্ত ও ভোঁতা বস্তুও হতে পারে। যখন নির্যাতিতার শরীরে বস্তুটি প্রবেশ করানো হয়, তখন তিনি জীবিত ছিলেন। কিন্তু শ্বাসরোধ ও গলা টেপার কারণে নির্যাতিতা মৃত্যুর পথে চলে যান, ফলে তার বাধা দেওয়ার ক্ষমতা হারায়। পাশাপাশি বলা হয়, নির্যাতিতার দেহে ‘মাল্টিপল পেনিট্রেশনে’র কোনও প্রমাণ মেলেনি। এমনকি নির্যাতিতার দেহ থেকে মেলেনি সিমেনের চিহ্ন।