দেশ

Women Abortion Rights: সকল নারী নিরাপদ ও আইনগত গর্ভপাতের অধিকারী

Women Abortion Rights: সকল নারী নিরাপদ ও আইনগত গর্ভপাতের অধিকারী
Key Highlights

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, ভারতে গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত-অবিবাহিতদের মধ্যে ভেদাভেদ অসাংবিধানিক।

একটি যুগান্তকারী রায়ে, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে যে সমস্ত মহিলা, তাদের বৈবাহিক অবস্থা নির্বিশেষে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (এমটিপি) আইনের অধীনে গর্ভাবস্থার ২৪ সপ্তাহ পর্যন্ত নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকারী।

আদালত আরও বলেছে যে আইনটি স্থির হতে পারে না এবং পরিবর্তনশীল সময়ের সাথে বিকশিত হওয়া উচিত, লিভ-ইন-এর মতো অপ্রচলিত সম্পর্কগুলিকে আইনের অধীনে স্বীকৃত করা উচিত।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জেবি পারদিওয়ালা এবং এএস বোপান্নার একটি বেঞ্চ এমটিপি আইনের ব্যাখ্যা এবং অবিবাহিত বা অবিবাহিত মহিলাদের ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের সুবিধা তাদের বিবাহিত সমকক্ষের মতো অনুমতি দেওয়া যেতে পারে কিনা এই বিষয়ে রায় দিয়েছেন।

বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বিয়ের থেকে একটা মানুষের মৌলিক অধিকার অগ্রাধিকার পাওয়া উচিত। সমাজের বাস্তবিক ভাবনাকে মাথায় রেখে আইনের পরিবর্তনের দরকার রয়েছে। দেশে বর্তমানে আইনি বাধার কারণেই ৬০ শতাংশ গর্ভপাত বেআইনি ও অসুরক্ষিত পথেই হয়।

শীর্ষ আদালত 

শীর্ষ আদালত বলেছে যে গর্ভপাত আইনের অধীনে বিবাহিত এবং অবিবাহিত মহিলাদের মধ্যে পার্থক্য "কৃত্রিম এবং সাংবিধানিকভাবে টেকসই" এবং এই স্টেরিওটাইপটিকে স্থায়ী করে যে শুধুমাত্র বিবাহিত মহিলারা যৌনভাবে সক্রিয়। শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানায়, লিভ ইন রিলেশনশিপে থাকা অবিবাহিত মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বাইরে রাখা অসাংবিধানিক। Rights of Reproductive Autonomy অনুযায়ী অবিবাহিত-বিবাহিত উভয়েরই সমান অধিকার।


Frozen Shoulder | ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে কাজ করার ফলে কাঁধের ব্যথা পরিণত হতে পারে ফ্রোজেন শোল্ডারের সমস্যায়! দ্রুত উপশম পেতে করুন এই ৫টি ব্যায়াম!
Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য