Hajj 2025 | নিয়ে যাওয়া যাবে না কোনও শিশুকে! ১৪টি দেশের নাগরিকদেরই দেওয়া হবে ভিসা! হজ যাত্রার জন্য একগুচ্ছ নিয়ম সৌদি আরবের!

Tuesday, February 11 2025, 12:55 pm
Hajj 2025 | নিয়ে যাওয়া যাবে না কোনও শিশুকে! ১৪টি দেশের নাগরিকদেরই দেওয়া হবে ভিসা! হজ যাত্রার জন্য একগুচ্ছ নিয়ম সৌদি আরবের!
highlightKey Highlights

২০২৫ সালের হজ যাত্রীদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল সৌদি আরব।


এবার আর কোনও শিশুকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না হজে। ২০২৫ সালের হজ যাত্রীদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল সৌদি আরব। সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, হজের সময়ে মাত্রাতিরিক্ত ভিড়ের মধ্যে শিশুদের বিপদের আশঙ্কা থাকে। সেই কারণেই অপ্রীতিকর ঘটনা এড়াতেই হজে শিশুদের নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এছাড়াও ভিসার ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। ১৪টি দেশের নাগরিকদের কেবলমাত্র সিঙ্গল এন্ট্রি ভিসার অনুমোদন দেবে সৌদি আরব। এই তালিকায় রয়েছে ভারতও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File