Turkey Airport | হিমাঙ্কের নিচে তাপমাত্রাতেও মেলেনি কম্বল! ৩৯ ঘণ্টা ধরে তুরস্কের বিমানবন্দরে আটকে ২৫০ যাত্রী!
Friday, April 4 2025, 5:59 am

তুরস্কের প্রত্যন্ত এলাকার বিমানবন্দরে প্রায় ২৫০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে মুম্বাইগামী বিমান।
তুরস্কের প্রত্যন্ত এলাকার বিমানবন্দরে প্রায় ২৫০ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে মুম্বাইগামী বিমান। কিন্তু ৩৯ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সেখানেই আটকে তারা। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। স্যোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে আটকে থাকা কিছু যাত্রী জানান, হিমাঙ্কের নিচে তাপমাত্রা চলে গিয়েছে, কিন্তু গায়ে দেওয়ার কম্বলটুকু মেলেনি। কারোর অভিযোগ, প্রায় ৩০০ জনের জন্য বরাদ্দ একটা মাত্র শৌচালয়। যদিও উড়ান সংস্থা ভার্জিন আটলান্টিকের মতে, যাত্রীদের হোটেলে থাকার বন্দোবস্ত করা হয়েছে। বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- তুরস্ক
- তুরস্ক
- বিমান বন্দর
- বিমান