নিউমোনিয়ার প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে অক্টোবর থেকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

নিউমোনিয়ার প্রকোপে রাজ্যে প্রতিবছরই প্রাণ হারায় প্রায় ৮ লাখ শিশু। এই রোগ প্রধানত ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে ছড়ায়। শিশুদের নিউমোনিয়ার প্রকোপ থেকে রক্ষা করতে টিকা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় । এতদিন এই নিউমোকক্কাল টিকা দেওয়া হতো বেসরকারি সেন্টার গুলি থেকে। কিন্তু বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশুদের মোট ১২টি টিকা বিনামূল্যে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। শনিবার রাতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের হেলথ ডাইরেক্টরেটের প্রধান ডাঃ অসীম দাস মালাকার জানান, অক্টোবর থেকেই টিকাগুলোকে রাজ্যের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File