Nitish Kumar Reddy | নীতীশ রেড্ডির বিরুদ্ধে ৫ কোটির মামলা দায়ের করলো তাঁর নিজেরই এজেন্সি! বিপাকে ক্রিকেটার

Sunday, July 27 2025, 4:26 pm
highlightKey Highlights

দেশে ফিরেই আইনি সমস্যায় পড়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। তাঁর কাছে বকেয়া ৫ কোটি টাকা চেয়ে মামলা করা হয়েছে।


ম্যাঞ্চেস্টারে জিম করতে গিয়ে হাঁটুতে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় নীতীশ কুমার রেড্ডির। ইংল্যান্ড সফরে দু’টি টেস্টে খেলেই ফিরে আসতে হয় ২২ বছরের এই ক্রিকেটারকে। এবার আর্থিক বিপাকে পড়লেন নীতিশ। ২০২১ সালে স্কোয়্যার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন নীতীশ। এরপরই আইপিএলে কপাল খোলে তাঁর। আর্থিক উন্নতি হয় নীতীশের। জানা গিয়েছে, তারপর চুক্তি অনুযায়ী এজেন্সিকে যে টাকা দেওয়ার কথা ছিল তা দিতে অস্বীকার করেন তিনি। বকেয়া ৫ কোটি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে এজেন্সি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File