Nitish Kumar Reddy | আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি নীতীশের! খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন রেড্ডি
আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটি করে খাদের কিনারা থেকে দলকে তুলে রক্ষা করলেন নীতিশ কুমার রেড্ডি!
আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরিটি করে খাদের কিনারা থেকে দলকে তুলে রক্ষা করলেন নীতিশ কুমার রেড্ডি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে টি ব্রেকের পর ৩২৬:৭ স্কোর নিয়ে খেলতে নামে ভারত। কার্যত একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। সেই কঠিন পরিস্থিতিতে অষ্টম উইকেটে নীতীশ রেড্ডির সঙ্গে ১২৭ রানের পার্টনারশিপেই বাঁচল ভারত। এখনও অবধি ভারতের হয়ে এই সিরিজ়ে সর্বাধিক ২৮৪ রান করেছেন তিনিই। ১৭৬ বলে ১০৫ রান করে অপরাজিত নীতীশ। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৫৮:৯।