আলোর উপর গবেষণা করে বিজ্ঞানী নির্মাল্য ঘোষ প্রথম ভারতীয় হিসাবে জি জি স্টোকস অ্যাওয়ার্ড অর্জন করলেন
Friday, January 29 2021, 7:04 am
Key Highlightsআলোর উপর গবেষণা করে বাঙালি বিজ্ঞানী নির্মাল্য ঘোষ আন্তর্জাতিক জি জি স্টোকস অ্যাওয়ার্ড অর্জন করলেন এই বছর। তিনি ক্ষীরপাই এর বাসিন্দা।উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্ষীরপাই স্কুলে পড়াশোনা করার পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএসসি এবং এম এস সি পাশ করেন নির্মাল্য বাবু। তারপর লেজার টেকনোলজিতে এমটেক করেন আই-আইটি কানপুর থেকে, পিএইচডি ইন্দোর থেকে এবং কানাডার ইউনিভার্সিটি আলোর উপর গবেষণা করে বাঙালি বিজ্ঞানী নির্মাল্য ঘোষ আন্তর্জাতিক জি জি স্টোকস অ্যাওয়ার্ড অর্জন করলেন এই বছর। তিনি বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইনট্রিটিউট অব সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ এর অধ্যাপক।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- নির্মাল্য ঘোষ
- জি জি স্টোকস অ্যাওয়ার্ড

