Tobacco Product | পানমশলা, গুটখা-সহ তামাকজাত পণ্যে বসছে নতুন সেস! নতুন বিল আনছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ!

Monday, December 1 2025, 7:18 am
highlightKey Highlights

পানমশলা, গুটখার মতো নেশাদ্রব্য নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্র সরকার।


পানমশলা, গুটখার মতো নেশাদ্রব্য নিয়ে আরও কড়া হচ্ছে কেন্দ্র সরকার। সোমবার, সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই নতুন বিল আনতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামণ। সিগারেট, জর্দা, সেন্টেড টোব্যাকো, সিগার, হুক্কা ইত্যাদিতে যে GST Compensation Cess বসে, তার বদলে নতুন Central Excise (Amendment) Bill লাগু হবে। অর্থাৎ তামাকজাত পণ্যে শুল্ক বসানোর ক্ষমতা সরাসরি চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। Health Security to National Security Cess Bill, 2025-এ পানমশলার মতো নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদনে নতুন সেস আরোপ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File