যাদবপুরকে ছাপিয়ে বাজিমাত করল কলকাতা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে CU
Wednesday, September 15 2021, 5:11 pm
Key Highlights
ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২১’-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার দুটি বিশ্ববিদ্যালয়। গতবারের তালিকায় সপ্তম স্থানে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় এবার অর্জন করে নিল চতুর্থ স্থান। অন্যদিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে। গত কয়েক বছর ধরেই কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেরা স্থান জয়ের ক্ষেত্রে । কখনো যাদবপুর এগিয়ে যায় তো, কোনো সময় বাজিমাত করে কলকাতা। তেমনি এবার যাদবপুরকে পিছনে ফেলে এগিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়।
- Related topics -
- শিক্ষা
- যাদবপুর ইউনিভার্সিটি
- কলকাতা ইউনিভার্সিটি
- ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক