NIRF Ranking 2024 । দেশের সেরার সেরা কলেজের মধ্যে বাংলার দুটি কলেজ! সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানেও স্থান বাংলার
Tuesday, August 13 2024, 8:53 am
Key Highlightsপ্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা।
প্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। আর এই তালিকায় সেরার সেরা কলেজের মধ্যে রয়েছে বাংলার দুটি কলেজ। দেশের ১০ টি সেরা কলেজের মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লির হিন্দু কলেজ, দ্বিতীয় মিরান্দা হাউস, দিল্লি। তৃতীয়, দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ। ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। অন্যদিকে, দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় পঞ্চমস্থানে রয়েছে আইআইএম কলকাতা। দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় পঞ্চমস্থানে রয়েছে আইআইটি খড়গপুর।
- Related topics -
- ভারত
- দেশ
- পশ্চিমবঙ্গ
- সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়
- আইআইটি

