Nirav Modi | একটানা দশবার নীরব মোদীর জামিন খারিজ আদালতের, 'সুযোগ পেলেই পালাবে'-লন্ডন হাইকোর্ট

Friday, May 23 2025, 5:42 am
Nirav Modi | একটানা দশবার নীরব মোদীর জামিন খারিজ আদালতের, 'সুযোগ পেলেই পালাবে'-লন্ডন হাইকোর্ট
highlightKey Highlights

নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডনের আদালত। এই নিয়ে পরপর দশবার নীরবের জামিনের আর্জি খারিজ করল আদালত।


ফের নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করলো লন্ডনের আদালত। এদিন লন্ডন হাইকোর্টের বিচারপতি মাইকেল ফোর্ডহ্যাম রয়্যাল কোর্ট অফ জাস্টিসে বলেন, ‘প্রাথমিকভাবে আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে।’ হাইকোর্ট আরো বলেছে নীরব মোদীর ‘পালানোর’ প্রবণতা রয়েছে। ফলে পরপর দশবার নীরবের জামিনের আবেদন খারিজ করেছে আদালত। উল্লেখ্য, নীরবের বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৮০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ২০১৯এ তাঁকে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File