Nipah Virus | নিপা ভাইরাস আতঙ্ক, ১০৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠালো বর্ধমান মেডিক্যাল কলেজ
Friday, January 16 2026, 3:35 pm

Key Highlightsশুক্রবার মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিপা ভাইরাস আতঙ্ক। সূত্রের খবর, নিপা ভাইরাসে আক্রান্ত নার্স কয়েকদিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, ওই হাসপাতালের যে হাউজ় স্টাফ রোগীর ‘ক্লোজ কন্টাক্টে’ ছিলেন, তাঁকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত চিকিৎসক,নার্স,স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য সহ মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১৮ জনের রিপোর্ট চলে এসেছে। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।


