Nipah Virus | বঙ্গে নিপা ভাইরাস সংক্রমণ, বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই নার্স!
Monday, January 12 2026, 3:51 pm

Key Highlightsকল্যাণীর এইমস হাসপাতালে থেকে ইতিমধ্যেই আক্রান্তদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে সংক্রমণ। আক্রান্ত বারাসতের এক বেসরকারি হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী। কল্যাণীর এইমস হাসপাতালে থেকে ইতিমধ্যেই আক্রান্তদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। জানা গিয়েছে, আক্রান্ত দুজনের বয়স আনুমানিক ২৫ বছর বয়স। দু’জনে একিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে আক্রান্ত বলেই হাসপাতাল সূত্রে খবর। দু’জনের নমুনা কল্যাণী এইমসে পাঠানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে দিল্লির ল্যাবেও নমুনা পাঠানো হয়েছে। বর্তমান অবস্থায় ওই দুজনকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে।
- Related topics -
- রাজ্য
- বারাসাত
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- নিপা ভাইরাস


