Niladri Roy | বাংলায় এলো দ্বিতীয় জাতীয় পুরস্কার, সেরা সম্পাদনার পুরস্কার ছিনিয়ে নিলেন নীলাদ্রি রায়

Saturday, August 2 2025, 4:54 pm
highlightKey Highlights

তথ্যচিত্র বিভাগে সেরা সম্পাদনার জাতীয় পুরস্কার ছিনিয়ে নিলেন নীলাদ্রি রায়।


৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির জন্য পুরস্কার পেয়েছে পরিচালক অর্জুন দত্তর ডিপ ফ্রিজ। বাংলায় এবার দু দুটি জাতীয় পুরস্কার বাগালো। পরিচালক গৌতম ঘোষের সিনেমা জীবন নিয়ে তৈরি ‘মুভিং ফোকাস’ তথ্যচিত্রের জন্য সেরা সম্পাদনার জাতীয় সম্মান পেলেন নীলাদ্রি রায়। তথ্যচিত্র বিভাগে সেরা সম্পাদনার জাতীয় পুরস্কার ছিনিয়েছেন তিনি। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সিজার দাস। নীলাদ্রি জানিয়েছেন, সিনেম্যাটোগ্রাফার থেকে পরিচালনা, চলচ্চিত্র জগতে ভার্সেটাইল সিনে কেরিয়ারের দীর্ঘযাত্রাকেই ক্যামেরাবন্দি করা হয়েছে এই তথ্যচিত্রে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File