নাইট কার্ফু জারি করা হল পাঞ্জাবে, যাবতীয় রাজনৈতিক সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছে পাঞ্জাবের প্রশাসন

Wednesday, April 7 2021, 1:54 pm
highlightKey Highlights

সংক্রমণ রুখতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পাঞ্জাব প্রশাসন। সংশ্লিষ্ট রাজ্যে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই কার্ফু। পাশাপাশি, যাবতীয় রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রশাসন। সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানান, কেউ যদি কোনও নিয়ম ভাঙে, সেক্ষেত্রে মহামারী আইন অনুযায়ী তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। এছাড়াও বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে বাড়ির ভেতরে সর্বাধিক ৫০ জন এবং খোলা জায়গায় সর্বাধিক ১০০ জন একত্রিত হতে পারবেন। সরকারি অফিসে কর্মরতদের বাধ্যতামূলকভাবে সবসময় ব্যবহার করতে হবে মাস্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File