Red Fort Explosion | দিল্লিতে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে কারা? তদন্ত করবে NIA!

Tuesday, November 11 2025, 1:41 pm
Red Fort Explosion | দিল্লিতে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে কারা? তদন্ত করবে NIA!
highlightKey Highlights

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাসভবনে স্বরাষ্ট্রসচিব, IB ডিরেক্টর, NIAর DG, দিল্লির পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।


লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনা জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। সূত্রের খবর, হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। যদিও কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার করেনি। তবে এবার এই বিস্ফোরণের তদন্তের দায়িত্ব পেলো জাতীয় তদন্তকারী সংস্থা NIA। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাসভবনে স্বরাষ্ট্রসচিব, IB ডিরেক্টর, NIAর DG, দিল্লির পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে এই সিদ্ধান্ত নেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File