দেশ

NIA | দেশের ১৫টি জায়গায় একযোগে NIA হানা, তল্লাশি চলছে মহানগর কলকাতাতেও!

NIA | দেশের ১৫টি জায়গায় একযোগে NIA হানা, তল্লাশি চলছে মহানগর কলকাতাতেও!
Key Highlights

শনিবার সকালে পশ্চিমবঙ্গ, দিল্লি, চণ্ডীগড়-সহ দেশের ১৫টি জায়গায় একযোগে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সন্ত্রাসবাদ নিয়ে একটি মামলার তদন্তে দেশের ১৫টি জায়গায় একযোগে চলছে NIAর তল্লাশি। তালিকায় রয়েছে দিল্লি, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গও। গত ২৬শে মে CRPF জওয়ান মোতি রাম জাটকে পাক চরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ৬ দিন আগে তাঁকে পহেলগাঁও থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়। তাঁর বিরুদ্ধে দেশের গোপন নথিপত্র পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, টিভি সাংবাদিকের ছদ্মবেশে মোতির সাথে যোগাযোগ করতো পাক এজেন্টরা। সূত্র ধরে কলকাতাতেও চলছে তল্লাশি।