দেশ

Jammu and Kashmir | সন্ত্রাসবাদ দমনে জম্মু কাশ্মীরের ৩২টি জায়গায় খানাতল্লাশি চালাচ্ছে NIA!

Jammu and Kashmir | সন্ত্রাসবাদ দমনে জম্মু কাশ্মীরের ৩২টি জায়গায় খানাতল্লাশি চালাচ্ছে NIA!
Key Highlights

কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে এবার এনআইএ। শোপিয়ান, পুলওয়ামা, কুলগাম-সহ উপত্যকার মোট ৩২টি জায়গায় চলছে তল্লাশি।

গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর জঙ্গি দমনে অপারেশন সিঁদুর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। তারপর থেকেই উপত্যকায় চলছে খানাতল্লাশি। ২০২২ সালে জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন এবং ওভারগ্রাউন্ড কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এবার এই মামলার তদন্তে নেমেছে এনআইএ। পুলিশ এবং আধাসেনা মিলে শোপিয়ান, পুলওয়ামা সহ উপত্যকার মোট ৩২টি জায়গায় চলছে তল্লাশি। কুলগাম জেলার দেবসার, বুগাম, সোনিগাম এবং মানজগাম গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন এনআইএর আধিকারিকরা।