রাজ্যআবেদন খারিজ! গৃহবন্দী নয়, ছত্রধর মাহাতোকে থাকতে হবে জেলবন্দি, জানাল এনআইএ
২০০৯ সালে ২৭শে অক্টোবর ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এই গোটা ঘটনার তদন্তে নেমে ছত্রধর মাহাতোকে ফের আটক করে এবং তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। গত বছর তিনি জেল থেকে মুক্তি পেলেও ২ মাস আগে রাষ্ট্রদ্রোহিতা ও বেআইনি কার্যকলাপ বিরোধী আইন বা ইউএপিএ-তে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ। শারীরিক অসুস্থতার কারণে তিনি আদালতের কাছে গৃহবন্দী থাকার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তার সেই আর্জি খারিজ করে দিয়েছে এনআইএ-র বিশেষ আদালত।