অনলাইনে ভারত থেকে চলছে জঙ্গি প্রশিক্ষণ! তল্লাসি অভিযানে ধৃত ৫ সন্দেহভাজন
Monday, March 15 2021, 7:13 am
Key Highlightsইন্টারনেটে চলছে প্রশিক্ষণ। ভারত থেকে চলছে জঙ্গি নিয়োগের কাজ। এই তথ্য হাতে আসা মাত্রই গোটা দেশ জুড়ে তল্লাসি চালাচ্ছে এনআইএ। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ চালাচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। ইতিমধ্যে, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, মুসলিম যুবকদের অনলাইনে প্রশিক্ষণ এবং হামলা চালানোর পরিকল্পনা দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই চলছিল জঙ্গি নিয়োগের ঘটনা। যে খবর গোপন সূত্রে এসো পৌঁছয় গোয়ান্দাদের হাতে। তারপরই, শুরু হয় তল্লাসি। জড়িত থাকার অভিযোগেই ওই ৫ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
Related topics - - দেশ
- ভারত
- এনআইএ
- জঙ্গি