ISIS Sleeper | মুম্বাইয়ে ISIS স্লিপার সেলের দুই সদস্যকে গ্রেফতার করলো NIA! ছিল ভারত জুড়ে বড় নাশকতার পরিকল্পনা!

Saturday, May 17 2025, 10:27 am
ISIS Sleeper | মুম্বাইয়ে ISIS স্লিপার সেলের দুই সদস্যকে গ্রেফতার করলো NIA! ছিল ভারত জুড়ে বড় নাশকতার পরিকল্পনা!
highlightKey Highlights

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে NIA।


মুম্বই থেকে গ্রেফতার ISIS স্লিপার সেলের দুই সদস্য। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে NIA। তারা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল ইন্দোনেশিয়ায়। NIA সূত্রের খবর, ধৃতরা ২০২৩ সালে পুনেতে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজে যুক্ত ছিল এবং বর্তমানে ভারত জুড়ে বড় নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই খবর পেয়ে যায় পুলিশ। ফলে ধরা পড়ার ভয়ে ইন্দোনেশিয়ায় পালিয়ে যায় তারা। সম্প্রতি ভারতে ফেরার পরিকল্পনা করলে NIA তাদের গ্রেফতার করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File