Digha Dheusagar | দিঘার ‘ঢেউ সাগর’ ভেঙে ফেলার নির্দেশ! রাজ্যকে ৩ মাস সময় দিলো জাতীয় পরিবেশ আদালত!
Monday, February 24 2025, 12:00 pm
 Key Highlights
Key Highlightsনির্দেশে বলা হয়েছে, এই পার্ক তৈরি করতে গিয়ে ভঙ্গ হয়েছে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা (কোস্টাল রেগুলেশন জ়োন বা সিআরজ়েড) আইন।
দিঘার অন্যতম আকর্ষণ কেন্দ্র ‘ঢেউ সাগর’ অ্যামিউজমেন্ট পার্ক। তবে এবার সেটি ভেঙে ফেলার নির্দেশ দিলো জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) এর পূর্বাঞ্চলীয় বেঞ্চ! নির্দেশে বলা হয়েছে, এই পার্ক তৈরি করতে গিয়ে ভঙ্গ হয়েছে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা (কোস্টাল রেগুলেশন জ়োন বা সিআরজ়েড) আইন। যে কারণে মন্দারমণির শতাধিক হোটেল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, সেই একই কারণে তিন মাসের মধ্যে ‘ঢেউ সাগর’ও ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ্য হবে রাজ্য।
-  Related topics - 
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দিঘা
- রাজ্য সরকার
- পশ্চিমবঙ্গ সরকার
- ভ্রমণ

 
 