Neymar । চোট সারিয়ে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র
Tuesday, October 22 2024, 8:20 am
Key Highlightsপ্রায় একবছর পর আল হেলালের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র।
২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের হয়ে খেলতে নেমে হাঁটুতে চোট পান নেইমার। সেই ঘটনার ৩৬৯ দিন পর মাঠে নামলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার।আল হিলালের জার্সিতে আল আইনের বিরুদ্ধে ফের ফুটবল মাঠে নামলেন তিনি। ম্যাচের ৭৭ মিনিটে নাসের আল দাওসারির বদলি হিসাবে খেলতে নামানো হয় তাঁকে। মাঠে নেমে দুটো গোলের সুযোগ তৈরী করেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। এদিন তাঁর দল জেতে ৫:৪ গোলে। নেইমারের কামব্যাক ম্যাচে তাঁর মেয়েকে নিয়ে হাজির ছিলেন তাঁর বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি।

