গুরুতর আহত নেইমার, বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেও ব্রাজিলিয়ানদের মন ভারাক্রান্ত নেইমারের জন্য

Friday, November 25 2022, 11:44 am
highlightKey Highlights

বিশ্বকাপে ব্রাজিল প্রথম ম্যাচেই জয়লাভ করলো। কিন্তু ম্যাচ চলাকালীন নেইমারের চোট বেশ খানিকটা কাবু করে দেয় ব্রাজিলকে।


ফুটবল প্রেমীদের মধ্যে ব্রাজিলের অগণতি ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্বে। নেইমারের চোটে আতঙ্কিত ভক্তরা। আহত হওয়ার জেরে কী নেইমারকে ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে। যদিও নেইমারকে পরের ম্যাচেই আবারও মাঠে দেখতে পাবেন বলে আশ্বস্ত করেছেন ব্রাজিলের কোচ।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে কী মাঠে দেখা যাবে নেইমারকে? এটাই এখন বড়ো প্রশ্ন ব্রাজিল ভক্তদের মনে

বৃহস্পতিবার এবারের বিশ্বকাপ প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। সার্বিয়াকে এই ম্যাচে ২-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে তারা। নেইমার গোল করতে পারেননি এই ম্যাচে। কিন্তু আক্রমণে সক্রিয় ছিলেন তিনি। কিন্তু নেইমারের চোট আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে সমর্থকরা। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী।

সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকেলে ৮০ মিনিটের মাথায় চোট পান নেইমার। সেই চোটের জেরে নেইমারকে মাঠ ছাড়তে হয়। তখন থেকেই আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করে। তারপর তাঁকে রিজার্ভ বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায়। নেইমারের চোটের অংশ বিশাল ফুলে রয়েছে বলেও দেখা যায়। টিভি কমেন্ট্রিতে তা নিয়ে আশঙ্কা প্রকাশও করা হয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গুরুতর আহত নেইমার
বিশ্বকাপের প্রথম ম্যাচেই গুরুতর আহত নেইমার

নেইমার গোড়ালিতে চোট পাওয়ার পরই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এমনকী ব্রাজিল ফুটবল দলের অধিনায়ককে বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদতেও দেখা যায়। তবে কোচ তিতে সাফ জানিয়ে দেন, নেইমারকে পরের ম্যাচে মাঠে নামানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে ওঁকে। নেইমারেকর মানসিক জোরও রয়েছে, সে চোট সারিয়ে অবিলম্বে মাঠে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী।

চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের চোট রয়েছে গোলাড়িতে। হাঁটুতেও চোট রয়েছে। তাঁর চিকিৎসা করা হয়েছে। তিনি ঠিক আছেন। বেঞ্চেই তাঁর চিকিৎসা করা হয়েছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বোঝা যাবে তাঁর চোট কতটা। এমআরআই করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File