Vice President | উপরাষ্ট্রপতি পদে বসবেন এমনই কেউ যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত! জানালো শীর্ষ নেতৃত্ব
Thursday, July 24 2025, 4:49 am

সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত।
আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। দেশের সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ ফাঁকা রাখা যায় না। ২৩ জুলাই, বুধবার নির্বাচন কমিশন বিজ্ঞাপ্তি জারি করেছে। জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এনডিএ শরিক দলগুলির কোনও বর্ষীয়ান নেতাকে উপরাষ্ট্রপতি পদে বসানো হতে পারে। তবে বিজেপি সূত্রে খবর, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত। বিজেপি সেই নেতা বাছতে পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে।
- Related topics -
- দেশ
- উপরাষ্ট্রপতি
- জগদীপ ধনখড়
- বিহার
- বিজেপি
- বিজেপি কর্মী
- নির্বাচন কমিশন