SA vs NZ Women’s T20 | ৩৬ বছরে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলো নিউজিল্যান্ড
টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট টিমের।
বিশ্ব ক্রিকেটের মঞ্চে খরা কাটলো নিউজিল্যান্ডের। ৩৬ বছরে প্রথমবার বিশ্বকাপ জিতলো নিউজিল্যান্ড ক্রিকেট টিম । রবিবার দুবাইয়ে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানের বড় ব্যবধানে পরাজিত করল নিউজ়িল্যান্ড। ম্যাচের নায়ক নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের করেন ৪৩ রান, বল হাতে ২৩ রানের বিনিময়ে তিনটি উইকেটও নেন তিনি। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে পুরুষ ও নারী দল মিলিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল তাদের মেয়েরা। এই অভূতপুর্ব জয়ে খুশি সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা।