INDvsNZ | আড়াইশো পার নিউজিল্যান্ডের, কিউয়ি 'কাঁটা' তুলতে ভারতের করতে হবে ২৫২ রান

Sunday, March 9 2025, 12:59 pm
highlightKey Highlights

শেষবেলায় লড়াকু হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের। নিউজিল্যান্ড করলো ২৫১/৭। ভারতের জন্য লক্ষ্য ২৫২।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এবার বদলা নেওয়ার লক্ষ্যে ভারত। রবিবার দুবাই স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামলো কিউয়িরা। নিজের স্পেলের প্রথম বলেই রাচীনকে ফেরালেন কুলদীপ। কুলদীপের বলে ফিরলেন কেন উইলিয়ামসনও। তারপর একে একে রবীন্দ্র জাদেজার বলে টম লাথাম, বরুণের বলে গ্লেন ফিলিপস, শামির বলে ক্যাচ দিয়ে ফিরলেন ড্যারিল মিচেল। শেষবেলায় লড়াকু হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের। নিউজিল্যান্ড করলো ২৫১/৭। কিউয়ি কাঁটা তুলতে ভারতের আজকে করতে হবে ২৫২ রান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File