India vs New Zealand | ভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ে প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে ১৩৪ রানে এগিয়ে নিউ জ়িল্যান্ড
Thursday, October 17 2024, 12:33 pm
Key Highlightsভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভালো পারফর্ম করলো না মেন্ ইন ব্লু।
ভারত বনাম নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভালো পারফর্ম করলো না মেন্ ইন ব্লু। প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের শেষে নিউ জ়িল্যান্ড এগিয়ে রয়েছে ১৩৪ রানে। ভারত টস জিতে ব্যাট করতে নেমে অন্যতম খারাপ ব্যাটিং করে। মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় গোটা দল। পাঁচজন ব্যাটার শূন্য রানে ফেরেন। এরপর নিউ জ়িল্যান্ড ব্যাট করতে নেমে ওপেনিং জুটি করে ৬৭ রান। দলের রান তিন উইকেটে ১৮০।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ক্রিকেট
 - ভারতীয় ক্রিকেটদল
 - নিউজিল্যান্ড
 

 