রাজ্য

Visva Bharati | ‘এসো হে বৈশাখ..’, প্রথা মেনে বর্ষবরণ হলো বিশ্বভারতীতে!

Visva Bharati | ‘এসো হে বৈশাখ..’, প্রথা মেনে বর্ষবরণ হলো বিশ্বভারতীতে!
Key Highlights

প্রতিবারের মতো প্রথা মেনে বিশ্বভারতীতে হল বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ , এসো এসো’, সঙ্গীতে মুখরিত হল কবি আশ্রম।

প্রতিবারের মতো প্রথা মেনে বিশ্বভারতীতে হল বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ , এসো এসো’, সঙ্গীতে মুখরিত হল কবি আশ্রম। এদিন, মঙ্গলবার ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। সকাল সাতটায় উপাসনাগৃহে শুরু হয় উপাসনা। সকাল ন’টায় মাধবী বিতানে বর্ষবরণের আসর বসে। গৌরপ্রাঙ্গণে সন্ধ্যায় পরিবেশিত হবে নৃত্যনাট্য শ্যামা। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ, জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ, বিভিন্নভবনের অধ্যক্ষ সহ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এবং অন্যান্যরা।