বাড়বে পিএফ এবং গ্র্যাচুয়টি, New Wage Code -এ পরিবর্তন আনতে চলেছে ভারত সরকার
Wednesday, June 23 2021, 6:42 am
Key Highlights
সরকারি সূত্রে খবর, ভারত সরকার এপ্রিলেই ২৯ টি শ্রম আইন সমন্বিত করে ৪ টি New Wage Code প্রস্তুত করেছে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পিছিয়ে গেলেও আগামী জুলাই মাসের ১ তারিখ থেকেই কার্যকর হতে চলেছে। নয়া ওয়েজ কোড অ্যাক্ট অনুযায়ী, কর্মীদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পিএফ ও গ্র্যাচুয়িটি বাড়বে এবং Take Home Salary হ্রাস পাবে। পাশাপাশি বেতন এবং বোনাস সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তিত হবে। প্রতি ৫ ঘন্টা কাজের পর ৩০ মিনিটের বিরতি দেওয়া বাধ্যতামূলক করার নিয়মও রয়েছে এই অ্যাক্ট-এ।
- Related topics -
- দেশ
- সরকারি কর্মচারী
- কেন্দ্রীয় সরকার